বীরপুরুষের সন্তান তুমি ভয় করলে চলবে না- আবরারুল হক আসিফ

 বীরপুরুষের সন্তান তুমি ভয় করলে চলবে না🙂

 🎙️abrarul_haq_asif🌺



এই বক্তাটি আসল নাম হল আক্তারুল হক আসিফ, তবে তার পরিবারে তাকে আসিফ বলেই ডাকে সবাই। এবং তার ছাত্র জীবন এবং স্কুলজীবনে সকল বন্ধুবান্ধব তাকে আসিফ নামেই ডাকে, তবে তার সার্টিফিকেট অনুযায়ী আখবারুল হক আসিফ দেওয়া আছে। তিনি জন্মগ্রহণ করেন বাগেরহাট জেলায় মোল্লাপাড়া কামালপুর এলাকায়। তবে জানা গিয়েছে যে তিনি রাজশাহি কামরুজ্জামান পার্কের সামনে বর্তমান অবস্থান করেন এবং সেখানেই তিনি থাকেন। রাজশাহী জিয়া পাড়া জামে মসজিদের একজন তিনি খতিব হিসেবে কাজ করে আসছেন। আবরারুল হক আসিফ তার পরিবার হলো পাঁচ সদস্যবিশিষ্ট। তার মা-বাবা এবং দুই বোন সহ তিনি। তার পিতার নাম মোঃ নাজির আহমেদ, তিনি পেশায় একজন শিক্ষক। তিনি রাজশাহী মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত। এই সম্মানিত বক্তাটির এত বড় হয়ে উঠার কারণে বিশেষ অবদান রয়েছে তার বাবার। তিনি ছোট থেকে জেনারেল লাইনে লেখাপড়া করা শুরু করেন এবং তিনি জেনারেল লাইনে লেখাপড়া করেন। তবে জেনারেল লাইনে লেখাপড়া করার পাশাপাশি তার বাবার মাদ্রাসায় তিনি লেখাপড়া শুরু করেন, এবং সেখান থেকেই তিনি আজকে এই সময়ের আলোচিত একজন ব্যক্তি হয়ে উঠেন। বর্তমানে তিনি মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url